শার্শা (যশোর) প্রতিনিধিঃ
অভিনব কৌশলে সোনা দিয়ে গহনা তৈরি করে সেই সোনার গহনা ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে সাড়ে ৮’শ গ্রাম সোনা সহ উম্মে সালমা (৪৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। বুধবার (২০ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উম্মে সালমা ঢাকার ডেমরা থানার সারুলিয়ার বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারতে সোনা পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় সন্দেহজনক ওই যাত্রী কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশের আগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী তিনি তার ব্যাগের ভিতর থেকে সোনার তৈরি ১০টি চুড়ি ও একটি চেইন বের করে দেয়।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা সহকারী উপ পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে। এবং ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।