মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজ-খবর নিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এ সময় তিনি দুইজন বীর মুক্তিযোদ্ধার হাতে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয় থেকে সহকর্মীদেরকে সাথে নিয়ে জেলা সদরের শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের বাড়িতে যান জলা প্রশাসক।
মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার কামাল উদ্দিন শারীরিক অসুস্থার কারণে গত কয়েকদিন চলাফেরা করতে পরছিলেন না। খবর পেয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও উপহার সামগ্রী তাঁর হাতে তুলে দেন জেলা প্রশাসক। এ সময় তিনি কামাল উদ্দিনের চিকিৎসার জন্য অর্ধলক্ষ টাকা অর্থিক অনুদান প্রদান করেন।
এরপর জেলা প্রশাসক একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম ও আবদুল খালেকের সাথে দেখা করেন। এ সময় তিনি গেলিরা যোদ্ধা মোঃ সেলিমের হাতে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন। পরে বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেকের পরিবারকে স্বাধীনতা দিবসে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের নিমন্ত্রণ জানান।