আজমিরিগঞ্জে নারিকেল তেলের বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা
আজমিরীগঞ্জ প্রতিনিধি- আজমিরীগঞ্জে নারিকেলতেলের বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকায় গতকাল মঙ্গলবার বিকালে বাজারের ব্যবসায়ী ঝন্টু রায়কে নগদ ১০ হাজার টাকা জরিমানা এ ছাড়া গুদামজাতকৃত নারিকেলতেল কোম্পানিতে ফেরৎ দিয়ে আজ বুধবারের মধ্যে উপজেলা প্রশাসন বরাবরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার জগৎপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মৃত- মন্টু রায়ের পুত্র ঝন্টু রায় (৩৫) টানবাজারে দীর্ঘদিন ধরে কাটা কাপড়ের ব্যবসা করে আসছিল। ভাগ্য পরিবর্তনের ধান্ধায় হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে কাটা কাপড়ের ব্যবসা ছেড়ে নারিকেলতেলের ব্যবসায় জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায়, সে পৌরসভাধীন রামকৃষ্ণ মিশন রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অদূরে একটি গুদাম ভাড়া করে অন্যান্য সামগ্রীর সহিত নারিকেলতেল গুদামজাত করে। ওই নারিকেলতেল বদলপুরের পাহাড়পুর, জলসুখা, শিবপাশা, কাকাইলছেও, জনতাগঞ্জ ( আমিরগঞ্জ) কাটখাল, কাঞ্চনপুর, কদমচাল,কুমড়ি সহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল। এদিকে গোপনসূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকাল অনুমানিক ৪ টায় অভিযান চালায় পুলিশ। গুদামের তালা খুলে বিপুল পরিমাণ নারিকেলতেল দেখতে পায়, নারিকেলতেলের বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ কোনটাই নেই। পর ভূক্তা অধিকার আইনে নারিকেলতেলের বোতলে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকায় ব্যবসায়ী ঝন্টু রায়কে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া গুদামজাতকৃত নারিকেলতেলের বোতলগুলো সংশ্লিষ্ট কোম্পানিতে জমা দিয়ে উপজেলা প্রশাসন বরাবরে আজ বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। থানার এস,আই জয়ন্ত কুমার তালুকদার ও মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করেন।