আজমিরীগঞ্জে দুই অতিথিপাখি বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,১২ টি পাখি হাওরের আকাশে অবমুক্ত

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

অপরাধ ডেস্ক;
আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জের জলসুখা নোয়াগড়ে দুই অতিথিপাখি বিক্রেতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় আটককৃত ১২ টি পাখিকে হাওরের আকাশে অবমুক্ত করা হয়।
জানা যায়,
চলতি শীত মৌসুমে হাজার হাজার মাইল আকাশে উড়ে পাড়ি দিয়ে এদেশে আসা অতিথি পাখিগুলো দেশের বড় বড় বিল ও জলাশয়ে আশ্রয় নেয়। কিন্তু একই সময় হাওর এলাকায় ঝাঁকে ঝাঁকে নামা অতিথি পাখিগুলোকে এক শ্রেণীর শিকারী ফাঁদ পেতে চোরাগোপ্তা ভাবে আটক করে। পর আটককৃত পাখিগুলো নগদ টাকায় স্হানীয় হাট-বাজারে বিক্রি করে থাকে। এদিকে গোপনসূত্রে খবর পেয়ে,আজ শুক্রবার ভোর অনুমানিক সাড়ে ৫ টায় জলসুখার নোয়াগড়ের গড়াহাটিতে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ক্রেতার ছদ্মবেশে গড়াহাটি, নোয়াগড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় পাখি বিক্রেতাকে।
পরিযায়ী পাখি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় পাখি শিকার ও বিক্রিরত অবস্থায় জলসুখার নোয়াগড়ের গড়াহাটির বাসিন্দা মোঃ জনাব আলীর পুত্র আলমগীর মিয়া (২৩), ও মোঃ ফুরুক মিয়ার পুত্র লুতু মিয়া (২০), কে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং মোট ১২ টি পাখি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুজন মোঃ আলমগীর মিয়া, ও লুতু মিয়া, কে বন্য প্রাণী (সংরক্ষণ) আইন,২০১২ অনুযায়ী ১৫ (পনের) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত ১২ টি পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়।
অতিথি পাখি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!