আজমিরীগঞ্জে হাওরে অভিযান চালিয়ে শিকারীদের সরঞ্জাম ধ্বংস ও অতিথি পাখি অবমুক্ত

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে হাওরে অভিযান চালিয়ে শিকারীদের অতিথি পাখি ধরার সরঞ্জাম ধ্বংস ও আটককৃত ২৬ টি বকপাখি অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
চলতি শীত মৌসুমে প্রচন্ড শীতের কারণে সদূর সাইবেরিয়া অঞ্চল থেকে প্রতি বছরের ন্যায় হাজার হাজার মাইল পাড়ি দিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল তথা বাংলাদেশের হাওর, বাওর, বিল ও জলাশয় সমূহে আশ্রয় নিয়ে থাকে। একই সময় এলাকার কতিপয় শিকারী হাওরের কৃষিজমিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ফাঁদ তৈরি করে, অতিথিপাখি আটক করে। পর এগুলো হাট- বাজারে নিয়ে চড়ামূল্যে বিক্রি করে থাকে। অতিথিপাখি ধরা ও বিক্রি আইনতঃ নিষিদ্ধ করেছে সরকার। জড়িতদের আর্থিক জরিমানা বা কারাদন্ড অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। এরপরও এগুলো বন্ধ করা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ভোর অনুমানিক ৫ টায়, অতিথি পাখি ও পরিযায়ী পাখি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান খান এর নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা, বিরাট ও জলসুখার হাওরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে গেলেও পাখি ধরার সরঞ্জাম আটক ও ২৬ টি বকপাখি উদ্ধার করা হয়। আটককৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত পাখি হাওরে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!