নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে বিভিন্ন স্হানে ২০৪ লিটার চোলাইমদ পাচারকালে ২ বিক্রেতাকে আটক করেছে নৌ – পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেও সাহানগর ঋষিপাড়ায় দীর্ঘদিন ধরে চোলাইমদ উৎপাদন ও এলাকার বিভিন্ন স্হানে প্রতিদিন শত শত লিটার চোলাইমদ পাচার ও বিক্রি করে আসছিল। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় ৩১/১২/২০ তারিখ বৃহস্পতিবার বিকাল অনুমানিক সাড়ে ৪ টায় ৫ টি চটের বস্তায় ১৭ পুটলা অর্থাৎ ২০৪ লিটার চোলাইমদ নিয়ে সুনামগঞ্জের শাল্লার শ্রীহাইল গ্রামের উদ্দেশ্য ডিঙ্গি নৌকায় চড়ে রওয়ানা দেয় ২ বিক্রেতা। বিকাল অনুমানিক পৌণে ৫ টায় আজমিরীগঞ্জের গাগানি হাওর সংলগ্ন কুশিয়ারার কালনী নদীর তীর এলাকায় পৌঁছে। এদিকে গোপনসূত্রে খবর পেয়ে, কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আব্দুস সবুর ও এ,এস,আই মোঃ আওলাদ হোসেনের নেতৃত্বে একটি পুলিশের টিম চটের বস্তায় ভর্তি ২০৪ লিটার চুলাইমদ সহ ২ বিক্রেতাকে আটক করে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পর একই দিবাগত রাত অনুমানিক ৯ টায় আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে। আটককৃতরা হল, কাকাইলছেও গোসাইপুর গ্রামের বাসিন্দা মোঃ খলিল মিয়ার পুত্র আক্তার হোসেন (১৯) ও একই গ্রামের মোঃ আলাই মিয়ার পুত্র মুজিবুর রহমান (২৬)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।এদিকে কাকাইলছেও নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বলেন,উনারা ১৩২ লিটার চালাই মদ উদ্ধার করেন। উল্লেখ্য গত শুক্রবার পাহাড়পুরের বাসিন্দা সৈকত দাসকে পিরোজপুর এলাকা থেকে প্রায় ৩’শ লিটার চোলাইমদ সহ আটক করে পুলিশ।