আজমিরীগঞ্জ কাকাইলছেও ইউনিয়নে কালনী নদীতে নিষিদ্ধ ভীম জালের ওপর মোবাইল কোর্টের অভিযান। আজ ৩০ জুলাই ২০২০ খ্রিঃ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে বিকেল ৩ টা হতে একটানা ৪ ঘন্টা কালনী নদীতে কাকাইলছেও ইউনিয়নে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় অবৈধ ভীমজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২ টি ভীম জাল (১২,০০০ মিটার) জব্দ ও ধ্বংস করা হয়।
এই কাজে উপজেলা মৎস্য অফিস ও আজমিরীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে। এছাড়া অনেকেই তথ্য দিয়ে সহায়তা করেছেন।
কালনী নদীকে অবৈধ কারেন্ট জাল, বেড়জাল ও ভীমজাল মুক্ত রাখার জন্য প্রশাসনের এ ধরণের লাগাতার অভিযান চলবে।।