আজমিরীগঞ্জ চরবাজারে কোটি টাকা ব্যয়ে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজারে প্রায় কোটি টাকা ব্যয়ে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়া রাস্তা নির্মাণের কাজের বিবরণী সম্বলিত কোন সাইনবোর্ড টানানো হয়নি।
জানা যায়,
আজমিরীগঞ্জ পৌরসভায় চলমান অর্থ বছরে ইমপরটেন্ট উরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট ( আই, ইউ, আই, ডি, পি) – ২ এর আওতায় চরবাজারের লঞ্চঘাটগামী রাস্তার ঈদগাঁ সংলগ্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে নৌ-টার্মিনাল পর্যন্ত রাস্তাটি আরসিসি দ্বারা উন্নয়নের কাজ চলছে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে, প্রায় এক কোটি টাকা। রাস্তার নির্মাণকাজ হবে দু’টি প্যাকেজে। একটি হবে ঈদগাঁ সংলগ্ন এলাকা থেকে সবজিবাজার পর্যন্ত, অন্যটি সবজিবাজার থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে নৌ-টার্মিনাল পর্যন্ত। কাজের দ্বায়িত্ব পেয়েছে একজন স্থানীয়, অন্যজন হবিগঞ্জের ঠিকাদার। কাজের শুরুতেই রাস্তায় বালু ফেলে পানি পর রুলার দিয়ে রুলিং করার কথা থাকলেও বালুর উপর নামেমাত্র পানি ঢেলে কাজ করা হচ্ছে। রাস্তার উভয়পাশের নিম্নমানের ইট ও সিমেন্টের ভাগ কম দিয়ে গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া সিমেন্টের পরিমাণ কম দিয়ে সিসি ও আরসিসি’র কাজ চলছে। তবে ইতিমধ্যে ঈদগাঁ সংলগ্ন এলাকা থেকে সবজিবাজার পর্যন্ত রাস্তার কাজ কোন রকম ভাবে সম্পন্ন করা হয়েছে। সবজিবাজার হইতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে নৌ-টার্মিনালগামী রাস্তায় বালু ফেলা হয়েছে, রুলার মেশিনের মাধ্যমে রুলিং না করে নামেমাত্র পানি ঢালা হয়েছে। গত মঙ্গলবার থেকে সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ঢালাইয়ের জন্য নিম্নমানের কংক্রিট এনে স্তুপ করে রাখা হয়েছে। যার ৩ ভাগের ১ ভাগই পাউডার। নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তার নির্মাণকাজ করার ফলে টেকসই কম হবে বলে আশপাশের ব্যবসায়ীমহল সহ এলাকাবাসীর ধারনা। উক্ত প্রকল্পের (IUIDP) আওতায় প্রায় চার কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। তাই যথাযথভাবে সিডিউল অনুযায়ী রাস্তার কাজ করার জন্য এলাকাবাসী সহ চরবাজারের ব্যবসায়ী মহলের দাবি।




error: Content is protected !!