আজমিরীগঞ্জ পাওনা টাকা চাইতে গিয়ে এক হতদরিদ্র ও নিরীহ ব্যক্তিকে কাউন্সিলরের হুমকি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ
অপরাধ ডেস্কঃ
আজমিরীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে একই এলাকার এক হতদরিদ্র ও নিরীহ ব্যক্তিকে মারধোরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। এ ব্যাপারে হতদরিদ্র ওই ব্যক্তি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসুত্রে জানা যায়,
আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা মৃত দীনেশ রায়ের পুত্র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলার প্রদীপ রায়, বিগত ১ বছর পুর্বে তার অসুস্হ মা’কে হাসপাতালে সেবা শুশ্রুষা করতে একই এলাকার মৃত ভুবন রায়ের ছেলে সুবল রায় (৬৫) কে পারিশ্রমিক হিসেবে ৮ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতিতে নিযুক্ত করে৷ বেঁধে দেয়া সময়সীমা অতিবাহিত হলে সুবল রায়, তাকে দেয়া
প্রতিশ্রুতির পারিশ্রমিক ৮ হাজার টাকা কাউন্সিলর প্রদীপের নিকট দাবি করে। কিন্তু দেবো,দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে কাউন্সিলর প্রদীপ রায় ৷ বেশ কিছুদিন পূর্বে একই ভাবে পারিশ্রমিকের টাকা চাইতে গেলে প্রদীপ রায়, সুবলকে অকথ্য ভাষায় গালিগালাজ এমন কি মারধর করতেও তেড়ে আসে৷এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় কাউন্সিলর প্রদীপ রায়, একই গ্রামের বাসিন্দা মৃত পিযুষ রায়ের পুত্র কৌশিক রায় ও মৃত ত্রৈলক্য রায়ের পুত্র শঙ্কর রায়’কে সাথে নিয়ে সুবলকে শায়েস্তা করতে তার বাড়িতে যায় ৷ পর বাড়িতে না পেয়ে তার স্ত্রীর সামনে সুবলকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালজ তাকে সহ দেখে নেয়ার হুমকি দেয় ৷ একই দিন দুপুর আনুমানিক দেড়টায় সুবল কাজ থেকে ফিরে এসে রামকৃৃষ্ণ মিশনের সামনে প্রদীপকে পেয়ে পাওনা টাকা চায়। টাকা না দিয়ে উল্টো গালিগালাজ করে সুবলকে দেখে নেয়ার হুমকি দেয় ৷ অবস্হা বেগতিক দেখে সুবল বাড়িতে গিয়ে তার স্ত্রীর মুখে সকালের ঘটনা অবগত হয়ে, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে কাউন্সিল প্রদীপকে প্রধান করে ৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভুগী সুবল।
অভিযুক্ত কাউন্সিলর প্রদীপ রায়ের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার মোবাইল নম্বারটি বন্ধ পাওয়া যায়৷
এদিকে, থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার, অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।