আজমিরীগঞ্জ পৌরসভাধীন ১৭০ পরিবারের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ পৌরসভাধীন ইলামনগর গ্রামেরর লোকজনের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে একই এলাকার একটি প্রভাবশালীচক্র। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমগ্র গ্রামবাসী। গতকাল সোমবার দুপুরে বন্ধ করে দেয়া রাস্তার পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, ইলাম নগর গ্রামের মুরুব্বি আলাই মিয়া, আদর মিয়া, ইয়াসিন মিয়া, তানভীর আহমেদ, দুলুভী বেগম, আফতারুননেছা, মুক্তিযোদ্ধা সন্তান টিপু মিয়া, আব্দুর রহমান, মোয়াজ্জেম হোসেন।
বক্তারা বলেন, পৌরসভাধীন ইলামনগর গ্রামের ১৭০টি পরিবারের কয়েক হাজার মানুষের যাতায়াতের এটিই একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে শতবছর ধরে গ্রামবাসী যাতায়াত করে আসছেন। কিন্তু সম্প্রতি সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুকের নেতৃত্বে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই রাস্তাটি বন্ধ করে দেয়। এমনকি সেখানে পাকা গেট নির্মাণের কাজও প্রায় সমাপ্তির দিকে। হাসপাতালে রোগী নিয়ে যাওয়া-আসা, কলেজ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে আসা ও জমা দেয়া এমকি নিত্য প্রয়োজনীয় ওষুধ, বাজার সদাই করতে গিয়েও প্রভাবশালীদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন গ্রামের লোকজন। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে গ্রামবাসীর পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুক বলেন, বিষয়টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি আজিমনগর গ্রামবাসী এবং মসজিদ কমিটির সিদ্ধান্ত। তবে শুনেছি গেটের পাশে পায়ে হাঁটার জন্য একটি রাস্তা রাখা হয়েছে।