আজমিরীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্টান ভস্মীভূত,অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ পৌর এলাকার লালমিয়া বাজারে পেট্রোলের দোকান থেকে ছড়িয়ে পড়া ভায়াবহ অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকার উপরে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার লালমিয়া বাজারে আজ সোমবার বিকাল অনুুমানিক সোয়া ৩ টায় একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অনুুমানিক প্রায় দেড়ঘন্টা সময় অগ্নিকান্ডের ভয়াবহতা স্থায়ী ছিল। উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও পার্শ্ববর্তী উপজেলা থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে।
অগ্নিকান্ডে এক এক করে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় ওই সারির মাঝ থেকে দুইটি দোকান ভেঙ্গে সরিয়ে ফেলা হয়। পরে এলাকার শত শত লোকজন সংলগ্ন জলাশয় থেকে পানি এনে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এদিকে,ব্যবসায়ীদেের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। তবে পুলিশের পক্ষ থেকে এখনও ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।
পুড়ে যাওয়া দোকানগুলো হল, শফিকুল ইসলাম, উপেন্দ্র দাস, সুরঞ্জিত দেবনাথ সহ জজ মিয়ার ৪ টি মোটরসাইকেলের গ্যারেজ, মখলিছ মিয়ার পেট্রোলের দোকান, গণমাধ্যমকর্মী সেন্টু আহমেদ জিহানের রেফ্রিজারেটর ইঞ্জিনিয়াররিং ওয়ার্কসপ, রাংকু সূত্রধর, অভিমন্ডু সূত্রধর ও শংকর সূত্রধরের ৩ টি ফার্নিচারের দোকান, প্রেমতোষ দেবের ফটো স্টুডিও, জামাল মিয়ার কম্পিউটারের দোকান ও একটি কলার দোকান।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, আজমিরীগঞ্জে কোন ফায়ার সার্ভিস স্টেশন নেই। সেজন্য বানিয়াচং উপজেলা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ করে।