আজমিরীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ বাজারে স্বাস্হ্যবিধি না মানায় ১১ জনকে ২ হাজর ২’শ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
চলতি শীত মৌসুমে প্রাণঘাতী করোনা সংক্রমণ আশংখাজনক ভাবে বৃদ্ধি পাবে, এ আশংখায় বর্তমান সরকার স্বাস্হ্যবিধি ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলার পাশাপাশি মাক্স পড়া বাধ্যতামূলক করেছে। কিন্তু এতে কর্ণপাত করছে না অনেকেরই। স্বাস্হ্যবিধি ও সামাজিক নিরাপদ দূরত্ব না মেনে, এ ছাড়া মূখে মাক্স না পড়েই কেনাবেচা করছে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১টা ৩০ ঘটিকায় আজমিরীগঞ্জে বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ। এই সময় আজমিরীগঞ্জ বাজারে স্বাস্থ্য বিধি না মানায় সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, নির্মুল ও প্রতিরোধ) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ১১ ব্যক্তিকে ২০০ টাকা করে মোট ২২০০ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত। ওই সময় সহযোগিতা করেন, থানার এস আই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে একদল পুলিশ। জনস্বাস্থ্য সুরক্ষায় ধারাবাহিকভাবে এই অভিযান উপজেলার সকল বাজারে পরিচালনা করা হবে।।




error: Content is protected !!