ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার কোর্সের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানটির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইসমাইল হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, প্রবাসী গ্রæপের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাকির, সিনিয়র সহ সভাপতি নুরুল কালাম আজাদ দরবেশ, ইউপি মেম্বার আব্দুল মালেক, জয়নাল হাজারী, ফরিদ জমাদার। বক্তব্য রাখেন ইনস্ট্রাক্ট্রর জেসমিন সুলতানা, কম্পিউটার অপারেটর মোঃ তামিম হোসেন, ইনস্ট্রাক্ট্রর লিয়াকত আলী খান, জ্যো¯œা আক্তার, মনির হোসেন, নুরুল ইসলাম সুবেল, মামুন প্রমুখ। প্রবাসী গ্রæপের সভাপতি আব্দুল বাকির ও কাতার প্রবাসী নুরুল কালাম আজাদ দরবেশের অর্থায়নে ৪০জন মেধাবী ছাত্রকে এসব বৃত্তি দেয়া হয়। বক্তারা বলেন, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তির উপর জ্ঞানার্জনের পাশাপশি নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করছে। এ প্রতিষ্ঠানটি হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগে ফলাফলে বার বার সাফল্য বয়ে আনছে। বক্তারা আরও বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শিক্ষার প্রসারে অনুদান দেয়ার মাধ্যমে একটি মহৎ কাজ করা হচ্ছে। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতিটি চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করছে।




error: Content is protected !!