ঈদকে সামনে রেখে হাটহাজারীর মার্কেট গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়
আসলাম পারভেজ চট্টগ্রাম থেকে*
পবিত্র ৩০ রোজার সিয়াম সাধনার পর মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে হাটহাজারীর প্রতিটি মার্কেটে এখন উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। তবে প্রতি বছরের ন্যায় এ বছরও হাটহাজারীর পাঞ্জাবের মার্কেটে গুলো চলছে ব্যাপক বিকিকিনি। হাটহাজারী সহ পার্শ্ববর্তী রাউজান ফটিকছড়ি রাঙ্গুনিয়া সহ পার্বত্য এলাকা খাগড়াছড়ি রাঙ্গামাটি এমনকি চট্টগ্রাম শহর জুড়ে এখন ঈদের পাঞ্জাবি পোশাক সেলাইতে হাটহাজারীতে এসে ভিড় করছে ক্রেতারা । এই ছোট ছোট সোনামণিদের ও মহিলাদের শাড়ি ক্রয় করতে হাটহাজারীর কাচারি সড়কের নামি দামী মার্কেটগুলোতে প্রতিদিন সন্ধ্যার পর থেকে সারারাত ব্যাপী ক্রেতাদের সমাগম দেখা যাচ্ছে। পাশাপাশি হাটহাজারীতে অলিতে গলিতে ফুটপাতে ভীড় করতে দেখা যায় হাজারো ক্রেতার । করোনার কারণে দুই বছর ঈদ উৎসব পালন করতে পারেনি মুসলমানরা তারা মার্কেটেও তেমন করতে পারেনি। তাই এই বছর পবিত্র শবে বরাতের এক মাস পূর্বে থেকে হাটহাজারী উপজেলা পরিষদের পাঞ্জাবি মার্কেটে পাঞ্জাবি সেলাই তে দূর-দূরান্ত থেকে এসে যুবক থেকে শুরু করে
শিশু এমনকি বৃদ্ধরাও ভিড় করছে এতে করে পাঞ্জাবির দোকানের মালিকরা দম ফেলার সময় টুকুও পাচ্ছেনা ,পাশাপাশি দর্জির দোকানগুলোতেও একই অবস্থা তবে ঈদের ক্রেতার চেয়ে হাটহাজারী কাছারি সড়ক দখল করে রেখেছে বখাটে যুবকরা । উত্তর চট্টগ্রামের সেরা মার্কেট হাটহাজারী বাজার এর মার্কেট এই মার্কেটে ক্রেতাদের ইচ্ছামত ঘোরাফেরা করে পছন্দ করে কাপড় কিনতে পারে তাই তাদের ঝুঁকি এখানেই বেশি। প্রতি বছরের ন্যায় এ বছরও পাঞ্জাবি সেলাই দর্জি দোকানি মূল্য কোন প্রকার বেশি বাড়ানো হয়নি । দর্জির দোকানে একটি পাঞ্জাবি সেলাই নেয় মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা । ফটিকছড়ি উপজেলা থেকে আগত মোঃ সাইফুল ইসলাম জানান, হাটহাজারীতে খুব অল্প টাকায় ভালো মানের পাঞ্জাবি সেলাই করা তাই তাই তিনি এখানে এসে ইব্রাহিম টেইলার্স এসে পাঞ্জাবি সেলাই করতে আসে,। অপর দিকে রাউজান উপজেলা থেকে করিম নামের এক যুবক আসে তিনি বলেন হাটহাজারীতে দক্ষ কারিগর দ্ধারায় কাজ করে বলে পাঞ্জাবির মান রয়েছে তাই প্রতিবছর এসে পাঞ্জাবি সেলাই করে নিয়ে যায় ।পাশাপাশি রাঙামাটি তবল ছড়ি বাজার থেকে আসা মোঃ হারুন বলেন আমার মনে হয় পাঞ্জাবির সেলাইয়ের জাগতটাই এই হাটহাজারীতে তাই আমার কয়েকজন বন্ধু মিলে সকালে আসছি পাঞ্জাবি সেলাই করতে । আবার সেলিম পাঞ্জাবিতেও ভীড় ক্রেতাদের।
এ ছাড়া মহিলাদের শাড়ি থ্রিপিস, তো আছেই ।পাশাপাশি জুতার দোকান, কসমেটিক্সের দোকান,আর ঘর সাজানো ফুলের দোকান থেকে শুরু করে ,মাথার চুল কাটার সেলুনের ভীড় চলছে । হাটহাজারীতে সবচেয়ে সস্তা ও ভালো মানের জুতার দোকান রয়েছে হাটহাজারী মাদ্রাসার সামনে জেলা পরিষদ মার্কেটে দোকানে প্রচনড ভীড় দেখা যায় , ক্রেতা ও বিক্রেতার মাঝে যেন এক উৎসবমুখোর পরিবেশ বিরাজ করছে জযম জমাট ভাবে ।।