উপজেলা পরিষদ উপ-নির্বাচন: মাদারীপুরের শিবচরে চেয়ারম্যানে পদে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। নির্বাচন সুষ্ঠ ও অবাধের লক্ষ্যে ইতমধ্যেই সকল ধরনের প্রস্তুতি শেষে সকাল থেকে ভোট গ্রহণ চলছে।
শিবচর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমান আদালতের টিমসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহন চলবে। উপজেলার ১০১টি ভোট কেন্দ্রে ৫১৩ টি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে ১ লাখ ৩৭ হাজার ৮৯০ জন পুরুষ ও ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন নারী ভোটারসহ মোট ২ লাখ ৬৪ হাজার ৪৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ: লতিফ মোল্লা ও ধানের শীষ প্রতিকে চৌধুরী নাদিরা আক্তার প্রতিদ্বন্দীতা করছেন।




error: Content is protected !!