একাত্তরের পরাজিত শক্তি দেশকে পাকিস্তানি ভাবদারা ফিরিয়ে নিতে এই জাতীয় চার নেতাকে হত্যা করেন-এমপি শাওন 

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২২
এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্য হত্যা পরবর্তী ৩ নভেম্বর জাতীয় চার নেতা ( জেল হত্যা) দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিনম্র শ্রদ্ধা জানান এমপি শাওন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাবিধুর ও কলঙ্কময় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।
বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৩ রা  নভেম্বর জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যেভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন ।
তিনি  আরো বলেন,জাতীয় চার নেতাকে জেলের ভিতরে হত্যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড। পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হল কারাগার সেই কারাগারে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের হত্যা করে একাত্তরের পরাজিত শক্তি দেশকে পাকিস্তানি ভাবদারা ফিরিয়ে নিতে এই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,সহ সভাপতি দিদারুল ইসলাম অরুন, আবুল কাশেম চেয়ারম্যান, আব্দুল মালেক, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জু তালুকদার,
সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকসহ আরো অনেকে।



error: Content is protected !!