এডুকেশন এন্ড মোরাল ডেভেলপমেন্ট ক্লাব এর উদ্যোগে ছাত্রদের মাঝে গোস্ত ও বৃক্ষ বিতরণ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

আহমেদ রুবেল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলা এডুকেশন এন্ড মোরাল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ কিচক, আটমুল, ময়দানহাটা, শিবগঞ্জ সদর ও পৌরসভা সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রদের মাঝে মাংস, মাস্ক ও গাছের চারা (বৃক্ষ) বিতরণ করেন আইনজীবী, জজ কোর্ট ঢাকা ও ক্লাবের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মোঃ সাকিল উদ্দিন।

“উচ্চ শিক্ষা-উন্নত নৈতিকতা-দেশপ্রেম”
প্রত্যেকে যদি পাঁচটি করে গাছ লাগাই তবে বাতাসে অক্সিজেনের পরিমাণ বহুগুণে বেড়ে যাবে। খাদ্যের যোগান ও পরিবেশ সুরক্ষতি থাকবে।
বৃক্ষ রোপণের কোনো নিদিষ্ট দিন বা সময় হয়না সারা বছর যখন খুশি বৃক্ষ রোপণ করুন । উপস্থিত সকল ছাত্রদের পড়াশুনার খোজ খবর নেয়া হয়। পড়াশুনার ব্যপারে পরামর্শ মুলক বক্তব্য রাখা হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিঃ মোঃ সাজ্জাদুর রহমান সোহাগ, ডাঃ মোঃ সোহেল রানা (রনি), আনিছুর রহমান আনিস, নাজিম উদ্দিন, আহমেদ রুবেল, জাকিরুল ইসলাম, ফাজাইল ইসলাম (জনি), আসাদুল্লাহ আল গালিব, রায়হান মন্ডল, মোঃ সোহাগ, আঃ মমিন, যুব, এরফান আলী মন্ডল, ইশাকুল, লিটন, সাদিক, তারেক সহ প্রমুখ।




error: Content is protected !!