কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

ওসমান আল হুমাম,কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার করোনা সহায়তা তহবিলের উপদেষ্টা, জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি করোনা পরিস্থিতির শুরু থেকেই ফ্রন্টলাইনে থেকে দায়িত্ব পালন করে আসছেন।
করোনা আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহ ও ত্রাণ বিতরণে সার্বক্ষণিক মাঠে ছিলেন। আজ নিজেই আক্রান্ত হলেন পুলিশের চৌকস এই কর্মকর্তা।
বুধবার (২৪জুন) কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলামের করোনা পজেটিভ আসে।
মঙ্গলবার তিনি স্যাম্পল জমা দেন।
তবে, সামান্য জ্বর থাকলেও শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানা গেছে । হোম আইসোলেশন থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি।

বুধবার দিবাগত রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সদর সার্কেল মোঃ আদিবুল ইসলাম।

তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে তার শরীরে জ্বর ও সামান্য গলা ব্যথা হয়। মঙ্গলবার স্যাম্পল জমা দেন। বুধবার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট হাতে পান।

সুস্থতার জন্য দেশবাসী সবার কাছে দু’আ চেয়েছেন।




error: Content is protected !!