কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ। নারীসহ নিহত ২

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

কক্সবাজারের ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় যাত্রীবাহী পূর্বাণী বাসের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অনেক আহতের আশংকা করছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি।
খবর পেয়ে উদ্ধার তৎপরতায় পৌঁছেছে ফায়ার সার্ভিস। আহতদের আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনার সাতঘরিয়া পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত হয়েছে সিএনজির চালক শফিকুল ইসলাম ও সিএনজির ভেতরে থাকা যাত্রী ছেনোয়ারা বেগম। আহত নারী যাত্রীর নাম তসলিমা আক্তারের নাম জানা গেলেও অপর আহত ব্যক্তির নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। নিহত ও আহতরা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়দের ভাষ্যমতে ওসি আব্দুল হালিম আরো জানান, বিকালে সদর ইউনিয়নের চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া এলাকায় বান্দরবানগামী পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের (ঢাকামেট্টো ব ১৪- ৮৯৯২) সাথে কক্সবাজারমুখি একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটিকে চাপা দেয় এবং বাস ও সিএনজি দুটি গাড়িই সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে গেলে উল্লেখিতরা হতাহত হয়।

দূর্ঘটনা কবলিত গাড়ী দুইটি রেকারের সাহায্যে স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।




error: Content is protected !!