কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জলদস্যুকে গ্রেফতার। বন্ধুক ও ধারালো অস্ত্র উদ্ধার।
উমার রাযী। কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সাগরে গত একমাস ধরে ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা সংগঠিত হচ্ছে। সবচেয়ে বেশি ডাকাতির শিকার হচ্ছে মহেশখালী সহ উপকূলের ট্রলার সমুহ জলদস্যুরা সোনাদিয়া চ্যানেল সহ সাগরের বিভিন্ন পয়েন্টে ডাকাতি করে আসছিলো।
সর্বশেষ গত ২৪ ডিসেম্বর কুতুবজুমের ঘটিভাঙ্গার আমির হোসেনের মালিকাধিন এফবি মায়ের দোয়া সহ ৪টি ট্রলারে ডাকাতি করে ১৫ জন জেলেকে আহত করে জলদস্যুরা। এঘটনার পর থেকে পুলিশ ও কোস্টর্গাড নিয়মিত তল্লাশীর পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অভিযান চলমান রেখেছে।
(২৭ডিসেম্বর ) সোমবার সকালে মহেশখালী থানার পুলিশের কাছে খবর আসে সোনাদিয়া চ্যানলে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এমন সংবাদের ভিত্তিত্বে পুলিশ সোনাদিয়া পশ্চিমে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫জনকে আটক করে।
আটককৃতরা হলেন , সোনাদিয়া পশ্চিম পাড়ার মাহমুদুল হকের পুত্র মোঃ রাসেল (৩২), মাতারবাড়ি ইউনিয়নের নুরুল হোসনের পুত্র ওয়াজ উদ্দীন (২৭), আবুল হোসনের পুত্র মোঃ সাগর (২৫),আবুল হোসনের পুত্র আবদুল মালেক (৩৫), নাজিরের টেক এলাকার মিয়া হোসনের পুত্র রোহিঙ্গা শহিদ (২৩)। এসময় তাদের কাজ থেকে ১ টি এক নলা বন্দুক ও একটি লম্বা রাম দা উদ্ধার করে পুলিশ।