কক্সবাজারে সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসলেন আইনশৃঙ্খলা বাহিনী। কয়েকটি হোটেলে সাঁড়াশি অভিযান। আটক-২১
উমার রাযী।
কক্সবাজার প্রতিনিধিঃ-
অবশেষে নড়েচড়ে বসলেন কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজারে হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে সাঁড়াশি অভিযান, আটক-২১
পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে পর্যটন ব্যবসার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। কক্সবাজারে সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব বন্ধে সোমবার রাতে পর্যটন এলাকার কটেজ জোনে সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলে।
এ সময় কক্সবাজার শহরের কটেজ দুইটি থেকে ২১ জনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ইয়াবা।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দীন। তিনি জানিয়েছেন, লালদিঘির পাড়ের কয়েকটি অখ্যাত হোটেলে পতিতাবৃত্তি ও ইয়াবা আসর বসানোসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে খদ্দের সেজে আহসান বোডিং ও পাঁচতারা হোটেল থেকে পুলিশের সদস্যরা এসব পতিতা ও খদ্দেরদের আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের বহু হোটেল-কটেজ এবং শহরের ভেতরের কয়েকটি অখ্যাত হোটেলে পতিতাবৃত্তি চলে আসছে। পুলিশের কতিপয় কর্মকর্তা মাসোহারা নিয়ে এসব অপকর্মের প্রশ্রয় দিয়ে আসছে।
অভিযান প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হোটেল-মোটেল জোনে অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এভাবে ঝটিকা অভিযান চলবে। পাশাপাশি মামলায় কটেজ মালিকদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।