উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় আব্দুল্লাহ (৫২) নামের এক ব্যক্তির ঘরের পিছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ৫০ কেজি গাঁজা। উক্ত ঘটনায় তাকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন।
র্যাব আরো জানিয়েছেন, আটক আব্দুল্লাহ শহরের নুনিয়ারছড়া এলাকার মৃত আব্দুল মবিনের ছেলে। তিনি বর্তমানে দক্ষিন কলাতলীতে বসবাস করেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাবের সূত্রে আরো জানা যায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মধ্যরাতে কলাতলীতে অভিযান চালায় র্যাব। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল্লাহকে আটক করা হয়। তাকে আটকের পর পালানোর কারণ জিজ্ঞাসা করলে এক পর্যায়ে সে স্বীকার করে তার ঘরের পিঁছনে মাটির নিচে গাঁজা লুকানো আছে। পরবর্তীতে র্যাব সদস্যরা সেখানে গিয়ে মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।