কক্সবাজার সেন্টমার্টিনে সীমিত হতে যাচ্ছে পর্যটক ভ্রমণ।

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে সীমিত হতে যাচ্ছে পর্যটক ভ্রমণ।
ইতোমধ্যে ছেঁড়াদ্বীপ ভ্রমণ বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। পাশাপাশি সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণও সীমিত করা হবে।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি এই প্রবালদ্বীপ রক্ষায় সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদও পরিবেশবাদীদের।

পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন,
সরকার যদি সেন্টমার্টিনে জাহাজ চলাচল সীমিত করার পরিকল্পনা করেন তাহলে এই নৌরুটে ১০ টি জাহাজের মধ্যে মাত্র দুটি জাহাজ চলাচল করতে পারবে যাতে করে কয়েক হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণবঞ্চিত হবেন। অন্যদিকে পর্যটন শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য যে, পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাতায়াত করে ১০টি পর্যটকবাহী জাহাজ। এসব জাহাজে প্রতিদিন প্রবাল দ্বীপে ছুটে যান ৫ হাজারেরও বেশি পর্যটক। এতে নষ্ট হচ্ছে দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। তাই প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সুরক্ষায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার।




error: Content is protected !!