করোনায় ঈদ বাজারে বিশৃঙ্খল প্রতিরোধে কাজ করছে তারুণ্যের অগ্রযাত্রা
আলাউদ্দিন হোসেন,পাবনা:
তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোক্তা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স এর উদ্যোগে, পাবনা জেলা প্রধান সমন্বয়ক রোটাঃ আঃ মান্নান ভুইয়ার নেতৃত্বে, জেলা সমন্বয়ক শাম্মী আক্তার ও মেহেদী হাসান ম্যাকসিম এর ব্যবস্থাপনায় মানববন্ধন, পদযাত্রা, চেকপোস্ট ও মাইকে সচেতন করা হয় আজ ২৯ রমজান ২৩ মে শবিবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত প্রোগ্রাম চলে। রৌদ্রে পুড়ে পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও র্যাবের কার্যক্রমে সহযোগিতা করে তারুণ্যের অগ্রযাত্রা।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির পাবনা প্রতিনিধী আর কে আকাশ, তারুণ্যের অগ্রযাত্রার জেলা সমন্বয়ক আসাদ খান, কাউসার সরদার, শাহরিয়ার, নিরব, জিসান, হ্যাপী, শ্রাবনী নুপুর, আলিফ সহ তারুণ্যের অগ্রযাত্রার স্বেচ্ছাসেববৃন্দ।
প্রোগ্রাম শেষে দ্বিতীয় পর্বে দুপুর থেকে বিকাল পর্যন্ত হাতে লেখা ফেস্টুন পুরো শহরে দেয়ালে সেটে দেয়া হয়।
তারুণ্যের অগ্রযাত্রা নিয়মিত সচেতনতা ও অনুপ্রেরণাময় কাজ করে চলছে।