মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার(এসপি) মোঃ খাইরুল আলম।
রবিবার (৯মে) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে টিকা নেন তিনি।
এ সময়ে তিনি বলেন,আলহামদুলিল্লাহ করোনাভাইরাস এর টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি।এখন পর্যন্ত শারীরিক ভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। বৈশ্বিক মহামারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতা দিয়ে এটা মোকাবেলার জন্য সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন এবং বিশ্বে টিকা আসার প্রথম দিকেই আমাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। অনেক ধরনের অপপ্রচার ছিল, অনেক ধরনের ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে ভ্যাকসিন এর বিরুদ্ধে। আজকে দেশের জনগণ এগিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা সানন্দে টিকা গ্রহণ করেছে।
এ সময় তিনি আরও বলেন,সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা ভ্যাক্সিন গ্রহণ করার সাথে সাথে আমরা যেন স্বাস্থ্যসুরক্ষা মেনে চলি এবং নিজেদেরকে নিরাপদ রাখি, পরিবারকে নিরাপদ রাখি এবং দেশকে নিরাপদ রাখার জন্য সবাইকে সহযোগিতা করি।
এ সময়ে কুষ্টিয়া পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোসাঃ নাজমা খাতুন সহ হাসপাতালের নার্স ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।