কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাতের অবৈধ সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্ত শুরু করলো দুদক ॥

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত
মোহাম্মদ শহিদুল হকের অবৈধ ভাবে সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্ত শুরু
করেছে প্রশাসন। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশনায়
বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশক্রমের অনুরোধ পত্র প্রাপ্তির পর
পটুয়াখালী জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে জেলা
প্রশাসন সূত্র।

তথ্য সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিনদ্বীপ এলাকার
জনৈক আবুল কালাম দুদক প্রধান কার্যালয়ে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল
হক’র বিরুদ্ধে অবৈধ ভাবে সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগে আবু হাসনাত (পরিচিতি নম্বর-১৭২৭৩) কক্সবাজার জেলায় এলএও
হিসেবে কর্মরত অবস্থায় শত কোটি টাকার দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়ায় দুদক
আইনের দু’টি মামলায় (০৫/২০২০, ২২/২০২০) আসামীর তালিকায় অন্তর্ভূক্ত হন,
যা দুদকের তদন্তাধীন রয়েছে বলে উল্লেখ রয়েছে।

সূত্রমতে আরো জানায়, দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তে কমিশনের দৈনিক ও
সাম্প্রতিক সেলের পরিচালক উত্তম কুমার মন্ডল তদন্তপূর্বক প্রতিবেদন
দাখিলের জন্য বরিশাল বিভাগীয় কমিশনারকে অনুরোধ পত্র প্রেরন করেন।
পরবর্তীতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: নজরুল
ইসলাম ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক, পটুয়াখালীকে
নির্দেশক্রমে অুনরোধ পত্র প্রেরন করেন।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ
ওবায়দুর রহমান বলেন, সাবেক ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ তদন্তে আমাকে তদন্ত
কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। তদন্ত সম্পন্ন হলে প্রতিবেদন দাখিল করা
হবে।




error: Content is protected !!