কলাপাড়ায় অসহায়, দু:স্থ ও ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর ॥

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ কলাপাড়ায় “মুজিবশর্তবর্ষে বাংলাদেশের
একজন মানুষ গৃহহীন থাকবেনা” – প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সারা
দেশের ন্যায় অসহায়, দুস্থ ও ভূমিহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা
হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও
কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে আশ্রয়ণ-৩য় প্রকল্পের আনুষ্ঠানিক
উদ্বোধনের মধ্যদিয়ে কলাপাড়ায় এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা
হয়। কলাপাড়ায় প্রতিবন্ধি, ভিক্ষুক, রিক্সাচালক, দিনমজুর, বিধবাসহ ৬৬জন
ভ’মিহীন পরিবার পাচ্ছে জমিসহ সেমিপাকা ঘর।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান
অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশন (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুল
রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর
মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারি
কমিশনার (ভূমি) মো: সিদ্দিকুর রহমান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো: জসিম, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসন,
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা হুমান কবির, উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাসলিমা আক্তার, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান হুমায়ুন কবির, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল
হাসান সুজন মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ
উদ্দিন বিপুসহ গন্যমাধ্যমকর্মীবৃন্দ।




error: Content is protected !!