কলাপাড়ায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ ১১জনের মনোনয়ন পত্র জমা ॥

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  কলাপাড়ায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে
আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মঙ্গলবার মনোয়ন জমার
শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ১১ জন মনোয়ন জমা দিয়েছেন। এরা হলেন ধূলাস্বর
ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: মোদাচ্ছের
হাওলাদার, আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহরিয়ার সবুজ, মো: মাহবুবুর রহমান,
ইসলামী শাসন তন্ত্র অন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী আ: রহিম,
বিএনপির স্বতন্ত্র মোড়কের প্রার্থী কেএম মেহেদী হাসান (প্রিন্স),
স্বতন্ত্র প্রার্থী মো: ইয়াকুব খান, মো: মনিরুজ্জামান, উম্মে হাফসা রিপা।
লতাচাপলি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: আনছার
উদ্দীন মোল্লা, ইসলামী শাসন তন্ত্র অন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী
মো: মোসলেম মুসুল্লী, বিএনপির স্বতন্ত্র মোড়কের প্রার্থী মো: শফিকুল আলম
(শফি)।

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ
সাংবাদিকদের জানান, চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল
করেছেন। এছাড়া ধূলাসারে সাধারন সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত নারী আসনে ১৪
জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। লতাচাপলিতে সাধারন সদস্য পদে ৪২
এবং সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী
২৬ মে মনোনয়ন পত্র প্রত্যাহার, ১৯ মে বাছাই এবং ১৫ জুন ইভিএম মেশিনে এ
দুই ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।




error: Content is protected !!