কলাপাড়ায় এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ॥

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় সিলিং
ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করেছে নুপুর
মন্ডল (১৮) নামের শিক্ষাথী । শনিবার বেলা ১০টার দিকে পৌর শহরের ৬ নং
ওয়ার্ডের নাইয়াপট্রি এলাকায় কলাপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না
তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

কলাপাড়া থানা পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শহরের
বাসিন্দা হাবু মন্ডলের মেয়ে মৃত্যু নুপুর মন্ডল (১৬) কলাপাড়া মহিলা
ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওই ছাত্রী নিজ ঘরের
ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন। শনিবার বেলা
১০টার দিকে স্বজনরা প্রায় আধা ঘন্টা ধরে তার কোন সাড়া শব্দ না পেয়ে রুমের
দড়জা ভেঙ্গে তাকে ঝুলন্ত আবস্থায় দেখতে পায়। সাথে সাথে কলাপাড়া হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা এ
প্রতিরেদককে বলেন, কি জন্য আত্মহত্যা করেছে তা তারা বলতে পারছেনা।

কলাপাড়া থানার এস আই মো. শওকত জাহান জানান, হাসপাতাল থেকে নিহত
শিক্ষার্থীর মৃত্যু দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে
পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।




error: Content is protected !!