কলাপাড়ায় কৃষক সমাবেশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ॥

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় বাংলাদেশ
কৃষক সমিতি উপজেলা শাখার উদ্যেগে এক কৃষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী
সড়কস্থ মনোহরী পট্রি এলাকায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মান, বিদ্যুত
বিভ্রাটসহ কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে এ কর্মসূচী পালন করা হয়।
সমাবেশে প্রভাষক মো: রফিকুল ইসলাম মিযার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন
সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি নীলগঞ্জ শাখার আহ্বায়ক জি এম
মাহবুবুর রহমান, চাকামইয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমরেড আতাজুল ইসলাম, কৃষক
মো: আবুল কালাম, নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার সদস্য দিবাকর সরকার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ঘূর্নিঝড় ইয়াস কলাপাড়ার কতিপয় এলাকার জনজীবন
বিপর্যস্ত করে দিয়েছে। অতিদ্রুত ওই সব এলাকায টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ
নির্মান করতে হবে। এলাকার কতিপয় প্রভাবশালী মহল খালের পানি প্রবাহে
বাঁধাগ্রস্থ করে মাছ চাষ করছে। এতে শতশত কৃষক ধান চাষাবাদ করতে পারছেন
না।অপরদিকে, প্রতিদিন অব্যাহত ভাবে বিদ্যুতের লোডশেডিংএ মানুষ কষ্ট পাচ্ছে।
লোডশেডিং থেকে মুক্তি পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি
আকর্ষন করছেন ।




error: Content is protected !!