কলাপাড়ায় টেকসই-মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবীতে শতশত এলাকাবাসীর মানববন্ধন ॥

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

রাসেল কবির মুরাদ পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় মানববন্ধন করেছে পানিবন্দী দশায় থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যরা। “ ত্রাণ চাই না-বাঁধ চাই, প্রধানমন্ত্রী আপনি আমাদের বাচাঁন ” – এমন দাবী নিয়ে শনিবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমাড়া পূর্বসোনাতলা গ্রামের মধ্যগ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধের উপর ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহন করে।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাভোকেট আবুল হোসেন, মাওলানা মো: আবুল
কালাম, মাছ চাষি নাজমুল হাসান, মাওলানা ছিদ্দিকুর রহমান, গৃহবুধু মরিয়ম বেগম, জেলে বধু শাহানারা বেগম প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বন্যা ঝড়-জলোচ্ছাসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রান নয়, টেকসই ও মজবুত বাঁধ নির্মান এখন সময়ের দাবী। মানববন্ধনে অংশগ্রহনকারীরা একযোগে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন।




error: Content is protected !!