কলাপাড়ায় ডা: তনিমা পারভীনের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে মামলা, পিবিআইতে তদন্ত ॥

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি -:কলাপাড়া হাসপাতালের
চিকিৎসক ডা: তনিমা পারভিন রুনা’র কর্তব্যে অবহেলায় রোগী মৃত্যুর ঘটনায়
দায়েরকৃত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন পিবিআইর অতিরিক্ত পুলিশ
সুপারের নিম্নে নয়, এরকম কর্মকর্তাতে ৪০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন
দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার এ আদেশ প্রদান করেন।
নিহত জবেদা বেগমের স্বামী আমিরুল ইসলাম ওরফে সুলতান মিয়া আদালতে মামলা
দায়ের করলে আদালত এ আদেশ দেন।

মামলার বিবরন ও আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা:
তনিমা পারভিন রুনার অবহেলায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে নিহতের স্বজনরা
শারিরীক ভাবে লাঞ্চিত করাসহ তাকে হুমকী প্রদানের অভিযোগে নিহতের ১০জন
স্বজনের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন ডা: তনিমা পারভীন রুনা।
মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামী আলাউদ্দীনকে তদন্তকারী কর্মকর্তা
এসআই সুকন্ঠদে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার পর মঙ্গলবার শুনানী শেষে
আসামী পক্ষের উকিলের জামিন আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, ৭ অক্টোবর সন্ধ্যায় অসুস্থ জবেদা বেগমকে চিকিৎসার জন্য
পরিবারের সদস্যরা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা:
তনিমা পারভিন রুনা কর্তব্যে অবহেলা করে নিরাপত্তা প্রহরী আবদুল হককে দিয়ে
দায়সারা চিকিৎসা পত্র দিয়ে রোগীকে বরিশাল রেফার করেন। ভিকটিম জবেদা
শ্বাসকষ্টে ছটফট করায় তাকে অক্সিজেন সাপোর্ট দেয়ার জন্য অনুরোধ করা
সত্ত্বেও তিনি কর্নপাত না করে মোবাইল ফোনে খোশগল্পে ব্যস্ত থাকে। এরপর
সংকটাপন্ন অবস্থায় তাকে এ্যামবুলেন্স যোগে বরিশাল নেয়ার পথে রোগী
মৃত্যুরকোলে ঢলে পড়ে।




error: Content is protected !!