কলাপাড়ায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়া ডিজিটাল পদ্ধতিতে
ভূমি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক
(ভূমি রেকর্ড) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি।

কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক
সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বরিশাল জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা
মো: রেজাউল বারী, চার্জ অফিসার আব্দুল আজিজ ভূঞা, কলাপাড়া প্রেসক্লাব
সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন প্রমুখ।

এসময় উপজেলা সহকারি কমিনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া প্রেসক্লাবের
সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন
আহম্মেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট,
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ বিভিন্ন
ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।




error: Content is protected !!