কলাপাড়ায় নীলগঞ্জ-সুলতানগঞ্জ কার্পেটিং সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অধ্যক্ষ মহিব এমপি ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর ব্রীজ
সংলগ্ন হইতে সুলতানগঞ্জ মাদ্রাসা, নীলগঞ্জ খেয়াঘাট পর্যন্ত কার্পেটিং
সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে স্থানীয়
সরকার প্রকৌশলী অধিদপ্তর এর বাস্তবায়নে নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর ব্রীজ
সংলগ্ন হইতে সুলতানগঞ্জ মাদ্রাসা-নীলগঞ্জ আবাসন খেয়াঘাটস সড়ক উন্নয়ন
চেইনেজ: ২৫০০-৪৫০০ মিটার কার্পেটিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন
পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা
মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরি সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর
রহমান মহিব। সভার শুরুতেই স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের
আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন
ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এ উপলক্ষে ছলিমপুর বাজারে আলোচনা সভায় নীলগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক
আলমগীর হোসেন-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
আ্যাড. নাসির মাহমুদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
ড. শহিদুল ইসলাম বিশ^াস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব
তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনজুরুল আলম, নীলগঞ্জ
ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মাসুদ নিজামী প্রমুখ।
এসময় উপজেলা (এলজিইডি) প্রকশৌলী মো: মোহর আলী, উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান শাহিনা পারভিন শিমা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র, সাবেক
ছাত্রলীগের সভাপতি যুবনেতা হুমায়ুন কবির, যুবলীগ নেতা ভিপি জিয়া, উপজেলা
যুবলীগের সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক
ইঞ্জিনিয়ার ফায়জুল ইসলাম আশিক তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী
মোসা: সালমা কবির, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জামাল মিয়া, পৌর
শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাহাত গাজীসহ গন্যমান্যবাক্তিবর্গ ও
গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।