কলাপাড়ায় নৌকা মার্কার প্রার্থী কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ।।

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়া পৌর নিবার্চনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বিপুল হাওলাদার পেশীশক্তির প্রয়োগ ও কালো টাকা বিতরনের অভিযোগ তুলেছে জগ প্রতিকের
স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীর বিরুদ্ধে । সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এ অভিযোগ তুলেন তিনি।আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বিপুল হাওলাদার বলেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মাসুম বেপারী দলবল নিয়ে প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে গভীর রাত অবধি প্রচারনা চালাচ্ছেন। ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছেন এবং অনেক ভোটারকে কালো টাকার বিনিময়ে কিনতে চাইছেন। নিবার্চনে পরাজয় জেনেই তিনি এসব অনৈতিক কাজ করছেন এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী জানান, তিনি ভোটের জন্য কোন কালো টাকা ছড়াচ্ছেন না। তিনি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইছেন। একটি বারের জন্য তিনি ভোটারদের কাছে সুযোগ চাইছেন।
তিনি বিপুল হাওলাদারের অভিযোগ সম্পূর্ন মিথ্যা বানোয়াট বলে আখ্যা দিয়ে বলেন তার এ অভিযোগ সম্পুর্নরূপে সবৈব মিথ্যা।আগামী ১৪ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হবে কলাপাড়া পৌরসভা নিবার্চনের ভোট গ্রহন।নিবার্চনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত অবধি বাড়ি বাড়ি গিয়ে চালাচ্ছেন প্রচারনা। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ ভাবেই চলছে প্রাচারনা। মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন বিপুল চন্দ্র হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী, বিএনপি মনোনীগ ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছে হাজী হুমায়ুন শিকদার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত পাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন সেলিম মিয়া। আর ৯ টি ওয়ার্ডের বিপরীতে কাউন্সিলর
পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।কলাপাড়া উপজেলা নিবাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা আবদুর
রশিদ জানান, অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্পান্নের লক্ষে নিবাচন কমিশন বদ্ধ পরিকর। এ লক্ষে নিয়ে নিবাচন কমিশন সবর্দা কাজ করছে।




error: Content is protected !!