কলাপাড়ায় পল্লী বিদ্যুতের খাম্বার উপর গাছ কাটা নিয়ে লাইনম্যানের উপর অতর্কিত হামলা, গুরুতর আহত – ১ ॥

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় মোসলেম
উদ্দিন (৩৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের উপর অতর্কিত সন্ত্রাসী
হামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে এ
সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম মোসলেম উদ্দিনকে কলাপাড়া
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় বালিয়াতলী পল্লীবিদ্যুৎ
উপকেন্দ্রের ইনচার্জ নবাব আলী বাদী হয়ে সজিব আকন ও তার পিতা জাহাঙ্গীরসহ
অজ্ঞাতনামা ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বালিয়াতলী
উপকেন্দ্রের লাইনম্যান মোসলেম উদ্দিন ও মামুন মহল্লাপাড়া এলাকায় পল্লী
বিদ্যুতের খাম্বার উপর গাছের ডাল কাটতে গেলে এসময় সজিব আকন ও জাহাঙ্গীরসহ
বেশ কয়েকজন সরকারী কাজে বাঁধা প্রদান করে মোসলেম উদ্দিনকে লোহার রড দিয়ে
মারধর করে। এতে মোসলেম উদ্দিনের মাথায়, বুকে, হাতে এবং পায়ে গুরুতর জখম
হয়।

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক পলাশ জানান, গুরুতর আহত
মোসলেম উদ্দিনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক থেতলে গিয়েছে ও
প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।

কলাপাডা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাপরিচালক (এজিএ) আরিফুল হক শামীম
জানান, হত্যার উদ্দেশ্যেমোসলেম উদ্দিনের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো
হয়েছে। হামলাকারী ২জনসহ মোট ৬জনার নামে কলাপাডা থানায মামলা দায়ের করা
হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান
সাংবাদিকদের বলেন, ৬ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা
হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।




error: Content is protected !!