রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ
কলাপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে মঞ্চাস্থ হবে মুক্তিযুদ্ধ ভিক্তিক নাটক “বিবি সাব”।
উপজেলা প্রসাশনের আয়োজনে স্থানীয় বাউল সংঘের উদ্যোগে ১৬ ডিসেম্বর
সন্ধ্যায় পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সে এ নাটকটি অনুষ্ঠিত
হবে। বসে নেই কলা-কুশলীরা, চলছে শেষ মূহুর্তের দিনভর মহড়া। আব্দুল্লাহ্
আল মামুনের রচনায় ও স্বজল কর্মকারে পরিচালনায় এ নাটকটিতে মোল্লার চরিত্রে
অভিনয়ন করবেন এ অঞ্চলের গম্ভিরার নানা হিসেবে খ্যাত শিল্পী শামীম
ব্যাপারী। আর বিবি সাব’র চরিত্রে অভিনয় করবেন খাদিজা আক্তার। এছাড়া
মুক্তিযুদ্ধের স্বপক্ষে চরিত্রে অভিনয় করছেন গাজী মো.বাবুল, মহিবুর রহমান
মুহিব ও আবু তালেব।
নাটকের কলা কুশলীদের সূত্রে জানা গেছে, স্থানীয় কৌতুক শিল্পী স্বজল
কর্মকারের পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করবেন বাউল সংঘের প্রবীন শিল্পী
দলিল উদ্দিন, আব্বাস উদ্দিন, দুলাল, ফিরোজা আক্তার, হোসনেয়ারা, হারুন
দেওয়ান, নাসিমা, আ:রহিম, আলম, দেলোয়ার, আব্দুল আজিজসহ আরো বেশ কয়েজন
স্থানীয় শিল্পী। মাহবুবুর রহমান আজাদের শিল্পী নির্দেশনায় মেঘদূত এর
সাজসজ্জায় এ নাটকটি মঞ্চায়ন করা হচ্ছে।
নাটকটির স্বার্বিক তত্বাবধায়ক শামীম ব্যাপারী বলেন, এটি সম্পূর্ণ
মুক্তিযুদ্ধ ভিত্তিক। স্থানীয় শিল্পীরা এতে অংশ গ্রহন করেন। এ নাটকটি
মঞ্চায়নের জন্য মাস ব্যাপী মহড়া করা হয়েছে। এখন চলছে শেষ মূহুর্তের
প্রস্তুতি। তবে স্বাস্থ্য বিধি মেনে ১৬ ডিসেম্বর পৌর শহরের শহীদ শেখ
কামাল স্মৃতি কমপ্লেক্সের মঞ্চে এ নাটকটি অনুষ্ঠিত হবে।
কলাপাড়া শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক মোস্তফা জামান সুজন বলেন, বিজয়ের
মাসে কলাপাড়া বাউল সংঘের পরিবেশনায় এ নাটকটি আগামীর প্রজন্মকে মুক্তি
যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। একই সাথে সুস্থধারার সংস্কৃতিচর্চার
পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি জানিয়েছেন।