কলাপাড়ায় বিশ্ব নবীর আবমাননার প্রতিবাদে চাকামাইয়ায় কওমী ওলামাঐক্যের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ॥
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ফ্রান্সে
রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (স.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র
প্রদর্শণ করার প্রতিবাদে কলাপাড়ার চাকামাইয়া বেতমোর বাজারে সমাবেশ ও
বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শনিবার সকাল ১০টায় সমাবেশ ও বিক্ষোভ
মিছিলে চাকামাইয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামসহ শতাধিক ধর্মপ্রাণ
মুসলমান অংশগ্রহণ করেন। চাকামাইয়া কওমী ওলামা ঐক্য পরিষদ এ কর্মসূচীর
আয়োজন করে।
মুন্সিবাড়ি জামে মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত সমাবেশের সভপতিত্ব করেন
মাওলানা মো: সোয়াইবুর রহমান সোহাগ, ইমাম ও খতিব, নিশান বাড়িয়া মুন্সি
বাড়ি জামে মসজিদ, মুফতি ও ইমাম মো: আবু ইউসুফ, হাফেজ মো: ইমরান। এসময়
বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো: সাইদুর রহমান, মাওলানা মো:
হুমায়ন কবির, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: কামাল মৃধা,
সাধারণ সম্পাদক হোসবাদ তালিমুল জামে মসজিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ
ক্ষুদ্র মৎস্যজীবী ও সাধারণ সম্পাদক আওযামী স্বেচ্ছাসেবক লীগ চাকামাইয়া
ইউনিযন শাখা সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় মুসলমানদের ধর্মীয়
নেতা হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ করে সাড়া পৃথিবীর
মুসলমানদের অন্তরে আঘাত আনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছে ফ্রান্সের
সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও তাদের দুতাবাস অবিলম্বে বন্ধ
করে দেয়ার দাবি জানিয়ে ফ্রান্সের সকল প্রকার পণ্য প্রতিটি নাগরিককে বর্জন
করার আহ্বান ও প্রতিটি ব্যাবসায়ীদের ফ্রান্সের পন্য বিক্রি ও ব্যাবহার না
করার জন্য অনুরোধ জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেতমোর বাজারসহ
এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুন্সিবাড়ি ঈদগাহ জামে মসজিদ
মাঠে মোনাজাতের মধ্যে দিয়ে এ কর্মসূচী শেষ হয়।