কলাপাড়ায় বোনের ছেলের টাকা চুরির অপবাদে খালাকে মারধর করলো ব্যবসায়ী মামুন মৃধা ও তার পরিবার ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় বোনের ছেলের টাকা চুরির অপবাদ
দিয়ে খালাকে নির্যাতনের অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার দুপুরের
দিকে পৌরশহরের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের এক পর্যায়ে
আহতাবস্থায় শেফালি বেগমকে (৩৫) উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে
স্থানীয়রা। শেফালিকে বাঁচাতে প্রতিবেশী আসমা (৪০) বেগম এগিয়ে আসলে তাকেও
মারধর করা হয়। পরে প্রতিবেশীকেও কলাপাড়া হাসপাতালে তাকে প্রাথমিক চিৎকিসা
দেয়া হয়।
স্থানীয় সূত্র ও আহত শেফালী বেগম জানান, তার বোনের ছেলে রাব্বি (১৪)
কাচামাল ব্যবসায়ী মামুন মৃধার দোকানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কিছুদিন
আগে মামুন মৃধা চুরিরদায়ে রাব্বিকে আটক রেখে আমার বাসায় এসে রাব্বিকে
খোঁজ করে এবং জানায় তার দোকান থেকে ৭৫ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে
গেছে। আমাদের বাড়িতে গিয়ে বাবা, মাকেও হুমকি প্রদান করে। পরে বোনের ছেলে
রাব্বিকে অনেক খোজা খুজির পর পাওয়া না গেলে পুলিশে অবহিত করি। পরে
কলাপাড়া থানা পুলিশ রাব্বিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে এবং
ঈদের পরে বিষয়টি নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক এর
মাধ্যমে সমাধানের জন্য বলা হয়। কিন্তুু সোমবার সকালে আমি বাজার উদ্দেশে
ভাই ভাই ষ্টোরে পৌছালে তখন মামুন মৃধা তার স্ত্রী ফাতেমা, ছেলে অপু ও
মিরাজকে আমাকে মারার জন্য দেখিয়ে দেয়। আমি দৌড়ে পালাতে গেলে টেনে হিচড়ে
রাস্তার উপর ফেলে দিয়ে সবাই মিলে লাঠি দিয়ে মারতে থাকে। এক পর্যায় আমি
জ্ঞান হারিয়ে ফেলি।
এবিষয়ে অভিযুক্ত মামুন মৃধার মুঠোফোনে (০১৭১৩৯২৭২১৭) যোগাযোগ চেষ্টা করলে
ফোনটি রিসিভ করেনি, তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) অসাদুর রহমান বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ
পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।