রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়ায় লকডাউনের ১৩তম
দিনে স্বাস্থ্য-বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে
অর্থদন্ড দেয়া হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত
নুতন বাজার এবং কলাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা
হয়।এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা
লংঘনে ২৪/২ ধারামতে ২৬ জনকে সর্বমোট দশ হাজার নয়শত টাকা অর্থদন্ড প্রদান
করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় বাংলাদেশ
সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল গনমাধ্যমকে
জানান, ১৩তম দিনে গ্রাম্য বাজারে স্বাস্থ্য-বিধি অমান্য করায় ২৬জনকে পৃথক
পৃথক মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে এবং তিনি জানান, এ অভিযান অব্যাহত
থাকবে।