কলাপাড়ায় স্বাস্থ্য,পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক
ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশ ও জেলা
প্রশাসনের সহযোগিতায় জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের
সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হকের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন
কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান তৌহিদ
আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো:
মোখলেসুর রহমান, ইউনিসেফ বরিশালের প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল জলিল
আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও কিশোরীদের
মাসিককালীন ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সুস্বাস্থ্যের অভ্যাস
গড়তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা
কর্নারের উদ্বোধন করা হয়। এতে কলাপাড়ার প্রায় ৩৩ টি এবং রাঙ্গাবালী
উপজেলার ১২টি বিদ্যালয়ে উচ্চতা ও ওজন পরিমাপক যন্ত্র, সচেতনতামূলক
পোস্টার, স্যানিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্সসহ সংশ্লিষ্ট মালামাল
হস্তান্তর করা হয়।




error: Content is protected !!