কলাপাড়ায় হাইসন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পে মাঠ দিবস. কারিগরি আলোচনা ও সূর্যমুখীর প্রদর্শনী অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় হাইসন তেল জাতীয় ফসলের উৎপাদন
বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস. কারিগরি আলোচনা ও সূর্যমুখীর প্রযুক্তি
গ্রাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সূর্যমুখীর প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর
আবাদ টেকসই করার লক্ষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার শেষ বিকেলে টিয়াখালী ইউনিয়নের রজপাড়াস্থ পশ্চিম টিয়াখালী গ্রামে
কৃষি সম্প্রসারন বিভাগের অয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম
সাইফুল্লাহর সভাপতিত্বে কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক কৃষিবিদ মো: জসিম উদ্দিন।
এসময় প্রধান অতিথি সূর্যমুখীর মাঠ পরিদর্শন করেন।

প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম মহিউদ্দিন,
খামারবাড়ি ঢাকা উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী,
বরিশাল অঞ্চল মনিটরিং অফিসার কৃষিবিদ রথীন্দ্র নাথ বিশ্বাস, ঢাকা অঞ্চল
মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুল হক আকন্দ, টিয়াখালী ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ। এছাড়া ওই গ্রামে
সূর্যমুখী চাষে সফল কৃষানী মোসা. জেসমিন আক্তার এ আলোচনা সভায় বক্তব্য
রাখেন। এসময় উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: মজিবর রহমান, মো: আবদুর
রহমান, জেবায়দা অক্তারসহ সকল সূর্যমুখী চাষিরা উপস্থিত ছিলেন।

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক কৃষিবিদ মো: জসিম উদ্দিন
বলেন, দেশে ভোজ্য তেলের চাহিদা পুরন এবং অমদানি নির্ভরতা কমানোর লক্ষে
কৃষি মন্ত্রনালয়ের অধিনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় পাঁচ বছর
মেয়াদী তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পটি হাতে নিয়েছি। এ
প্রকল্পটি দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের
প্রধান লক্ষ্য হলো তেল জাতীয় বীজ আবাদ ও উৎপাদন করা।




error: Content is protected !!