কলাপাড়ায় ১০ম শ্রেনীর ছাত্রী অপহরনের ২দিন পর ঊদ্ধার, গ্রেফতার – ৩জন ॥

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ২, ২০২১

রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় ১০ম
শ্রেনীতে পড়ুয়া কিশোরী অপহরনের ২দিন পর তথ্যপ্রযুক্তির সাহায্যে উদ্ধার
করেছে পুলিশ। শুক্রবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি
অপহরন মামলা দায়ের করলে শনিবার গভীররাতে পার্শ্ববর্তী গলাচিপা থেকে তাকে
উদ্ধার করা হয়। প্রধান অভিযুক্ত সৌরভ মাদবরকে (২২) গ্রেফতার করে পুলিশ,
এসময় সৌরভের দেয়া তথ্যানুযায়ী অপহরনে সহায়তাকারী মো: জহিরুল ইসলাম গাজী ও
ভূয়া কাজী মোতালেব হোসেনকে (৩৮) ধানখালী থেকে দুপুরের দিকে গ্রেফতার করা
হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান
সাংবাদিকদের বলেন, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে দুজনার মধ্যে প্রেমের সম্পর্ক
গড়ে ওঠে। এ সুবাদে বিয়ের প্রস্ত্রাব দিলে কিশোরী রাজী না হওয়ায় ২৯ এপ্রিল
পৌর শহরের রহমতপুর থেকে তাকে জোরপূর্বক অপহরন করে সৌরভ ও তার সহযোগীরা।
মামলার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তদের
গ্রেফতার করা হয়েছে। এসময় তিনি গনমাধ্যমকে আরো বলেন, অপহরনে সাহায্যকারী
ভুয়া কাজী মোতালেব দীর্ঘদিন যাবৎ বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে আসছিলো।
গ্রেফতারের পর বেশকিছু ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের
আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে অপহরনের পর ধর্ষন করা হয়েছে কিনা
জানতে তাকে মেডিকেলে পাঠানো হবে বলেও জানান তিনি।




error: Content is protected !!