কলাপাড়া হাসপাতালে করোনা টীকা নিতে মানুষের ব্যাপক আগ্রহ ও প্রচুর ভীড় পরিলক্ষিত ॥

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়াসহ উপকূলীয় এলাকায়
মানুষের মধ্যে করোনা টীকা নেয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। টীকা নিতে আসা
মানুষের প্রচুর ভিড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কঠোর বিধি-নিষেধ চলমান
থাকায় ও কম্পিউটারের দোকান না খোলায় অনেকে টীকা’র রেজিষ্ট্রেশন করতে না
পেরে অনেকে বাড়ী ফিরে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিনে
রেজিষ্ট্রেশনের কাগজ নিয়ে টীকা নিতে আসা মানুষদের কম্পিউটারে এন্ট্রি
করাতে হাসপাতালের অফিস রুমের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা
করছে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের টীকা কার্যক্রম পরিচালনা ও
স্বাভাবিক ভর্তি রোগীর সাথে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে
উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরতদের সেবা প্রদানে
নিয়োজিত করা হয়েছে। এরপরও হাসপাতালে টীকা কার্যক্রম ও চিকিৎসা সেবা দিতে
ষ্টাফদের হিমশিম খেতে হচ্ছে।

কলাপাড়া উপজেলা ন্বাস্থ্য কর্মকর্তা ডা: চিম্ময় হাওলাদার সাংবাদিকদের
বলেন, কলাপাড়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে- ৬৬৯ জন, সুস্থ্য হয়েছে-৫৪৮জন,
মৃত্যু হয়েছে-২৪জন, আইসোলেশনে রয়েছে-৯৭জন, এ পর্যন্ত টিকা দেওয়া
হয়েছে-৮,৮৭৭জন, টিকা দেয়ার জন্য নিবন্ধন করেছে-১৪,০০০জন, ২৫ জুলাই
পর্যন্ত নমুনা পরীক্ষা করেছে-৩৬৩০জন, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত
হয়েছে-১৬জন। কলাপাড়ায় করোনা পরিস্থিতি বেশ নাজুক অবস্থানে রয়েছে বলে তিনি
জানান।




error: Content is protected !!