কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নি‌ষেধ অম‌ান‌্য করে রা‌তে স্পীড‌বোট চলাচল, দূর্ঘটনার কবলে স্পিডবোট

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন।।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর চ্যানেলে দুটি স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ দূর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে শিবচরের পাঁচ্চরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ দূর্ঘটনায় কেউ নিঁখোজ নেই বলে জানিয়েছে সূত্রটি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শিমুলিয়া থেকে শরিয়তপুরের মাঝিকান্দি যাচ্ছিল একটি স্পিডবোট। তখন কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়াগামী অপর একটি স্পিডবোটের সাথে চ্যানেলমুখে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি স্পিডবোট নিয়ন্ত্রন হারিয়ে পাশের চরের সাথে ধাক্কা লাগে বলে জানা গেছে। তবে মারাত্মক হতাহত কেউ নেই বলে কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’চ্যানেলে দুটি স্পিডবোট মুখোমুখি সংঘর্ষ লাগে। এ সময় যাত্রীদের মধ্যে ৬ জন সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মারাত্মক কোন ক্ষয়ক্ষতি হয় নি।’

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক বলেন,’চ্যানেলমুখে দুটি স্পিডবোটের হালকা সংঘর্ষ হয়। তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নি। বোট ডুবেও যায় নি। যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

কাঁঠালবাড়ী ঘাটের একটি সূত্র জানিয়েছে স্পিডবোট দুটিতে ১৫ থেকে ২০ জন করে যাত্রী ছিল। চ্যানেল মুখে গতি কম থাকায় মারাত্মক দূর্ঘটনা থেকে রেহাই পেয়েছে।




error: Content is protected !!