
পিরোজপুর প্রতিনিধি ঃ কাউখালীতে অসহায় পরিবারের প্রতি দাড়ালেন কাউখালী উন্নয়ন পরিষদের আঃ লতিফ খসরু।
রোগে মৃত সোহাগের পরিবারকে মুরগি দিলেন সমাজ সেবক খসরু । পিরোজপুর কাউখালী উপজেলার আমরাজুড়ী আবাসন বাসবাসরত মৃত দিনমজুর সোহাগের ২সন্তান ও স্ত্রীর জন্য কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু তাদের একটু উন্নত খাবারের জন্য একটি মুরগি, ৩ লিটার সোয়াবিন তেল ৫ কেজি আলু, ও বাচ্চাদের জন্য শিশু খাদ্য সমগ্রী পৌছে দেন। বৃহস্পতিবার সকালে আমরাজুড়ী আবাশন প্রকল্পে উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি সমাজ সেবক আঃ লতিফ খসরু ওই পরিবারে কাছে গিয়ে দিয়ে আসেন।
আব্দুল লতিফ খসরু জানান, মৃত: সোহাগ পশ্চিম আমরাজুড়ীর গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি আবসন প্রকল্পে স্ত্রী, ছোট ২টি সন্তান নিয়ে বসবাস করতেন। সোহাগ পেশায় একজন দিন মজুর ছিলেন। গত ১বছর যাবৎ কিডনি রোগে অসুস্থ হয়ে গত ৩১ জুলাই সোহাগ মারা যায়। সোহাগ মারা গেলে কাউখালী উপজেলার নিবার্হী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা ১৮ আগষ্ট ২০২০ আবাসনে গিয়ে সোহাগের ২সন্তান ও স্ত্রীর জন্য একটি সেলাই মেশিন ২টি ছাগল ও ৬০ কেজি চাল পৌঁছে দেন, আমি সে পরিবারের খাবারের জন্য সামান্য কিছু খাবার পৌছে দিলাম, আমার মতো অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সবাইকে অনুরোধ করি।