কাউখালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২২
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। শনিবার (১৪ মে) উপজেলার সুবিদপুর গ্রামের দেলোয়ার হোসেন মানিকের ছেলে সোহেল রানা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। আমি আপনার অত্র  স্হানে হাজির হয়ে এই মর্মে সংবাদ সম্মেলন করছি যে, আমি এই এলাকার একজন শান্তিপ্রিয় মানুষ। আমার একই বাড়ির আপন চাচাতো ভাই তিতুমীর বাবু পিতা- জাহাঙ্গীর হোসেন হাওলাদার, গ্রাম- সুবিদপুর। এই তিতুমির বাবু ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ২০ বছর যাবৎ চিটারী বাটপারি ও দালালী করে বেড়াচ্ছে। তিতুমীর বাবু কাউখালী থানার অপহরণ মামলার একজন আসামী এবং ঢাকা থেকে গ্রেপ্তার করে পিরোজপুর জেল হাজতে প্রেরন করেছিল। বাবু গত ২৮ মার্চ কাউখালী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করতেছে। আমি উচ্চ আদালত থেকে জামিনে আসি। পরে আরো হয়রানির উদ্দেশ্যে পিরোজপুর কোর্টে আরো একটি মামলা দায়ের করে। আমার এই অবস্থায়  পরিবার নিয়ে জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠছে। আমি তার এই সকল অত্যাচারে নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করছি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃক্সখলা বাহিনীর সুনজর কামনা করি।



error: Content is protected !!