পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা, কচা ও কালী গঙ্গা এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে এ জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জানান, সকাল থেকে বিকেল উপজেলার জোলাগাতী, পঙ্গাশিয়া ও বেকুটিয়া এলাকায় সন্ধ্যা ও কচা নদীতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। জালগুলো স্থানীয় লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।