কাউখালী হাটবাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে ফুটপাতে চরম ভোগান্তিতে পথচারি

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

কাজী সাহাদাত হোসেন: কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ঃ কাউখালী উপজেলার
ঐতিহ্যবাহি হাটবাজারটি বহুদিন থেকে সুনামের সহিত চলে আসছে।
প্রতিটি মুদির দোকানের সামনে ফুটপাতে বিভিন্ন সামগ্রির মালামাল
সাজিয়ে ব্যবসা করছে এতে জনসাধারনের চলাচলে সীমাহীন ভোগান্তি তৈরি
হয়েছে। সেই সাথে বাজারের একই সড়কে দুই পাশে সারিবদ্ধভাবে মালামাল
সাজিয়ে রাখায় পথচারির ভোগান্তি বেড়েছে অনেক গুন বেশি। এ নিয়ে স্থানীয়দের
মাঝে এবং হাট বাজারের আসা পথচারির ভিতরে ক্ষোভ বিরাজ করছে। ফুটপাত দখল মুক্ত
করতে বাজার কমিটি একাধিকবার প্রচার করলেও ব্যবসায়ীরা কোন ব্যবস্থা নেয়নি।
স্থানীয় সাবেক প্রভাষক আব্দুস সামাদ জানিয়েছেন আমরা বাজারের ভিতরে
ঢুকতে পারছি না। বাজারের দুই পাশে ক্ষুদ্র ব্যবসায়ীরা এমন ভাবে দখল করে আছে
পায়ে হাটতে ভিষন কষ্ঠ হয় এবং পাশাপশি রিক্সা, ভ্যান, অটো চলাচল করলে আমাদের আরও
কঠিন বিপদের মুখে পড়তে হয়। আমরা বিবাদে জড়ানোর ভয়ে মুখ খুলতে পারছি না,
এগুলো অপসারন করা একান্ত কাম্য। স্থানীয় প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
কাজী সাহদত হোসেন বলেন এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা সড়কের দুই পাশের
ড্রেনের উপরের ¯øাপ সহ ফুটপাত আটকে ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে এই
ব্যস্ততম সড়কটির দুই ধারে যানবাহন পাকিং ও ব্যবসায়ীদের দখলে থাকা সরকারি
রাস্তাটি এতে আমাদের এবং জনসাধারনের যাতায়াতের ক্ষেত্রে অনেক ভোগান্তির
সম্মুখীন হতে হচ্ছে। গত শুক্রবার ২৪ ফেব্রæয়ারী সকাল ১১টার দিকে হাট বাজারের
সময়ে সরেজমিন ঘুরে দেখা গেছে কাউখালী পুরাতন পোষ্টঅফিস থেকে
চিরাপাড়া ব্রিজের ঢাল পর্যন্ত প্রায় ১ কি:মি: ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীর দখলে
রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা জানান
বাজারে ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে এ বিষয়টি আমার পুরো জানানেই তবে
এমন হলে ব্যবস্থা নেয়া হবে।




error: Content is protected !!