কাকাইলছেওয়ে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ নির্মাণকৃত ১০টি ঘর পানিতে তলিয়ে যাওয়ার আশংখা
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের বদরপুর গ্রামের অদূরে মুজিব-শতবর্ষ প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ নির্মাণকৃত ১০ টি ঘর বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ার আশংখা করছে এলাকাবাসী।
জানা যায়,আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের বদরপুর গ্রামের অদূরে মুজিব-শতবর্ষ উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধুর কণ্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহারস্বরুপ এলাকার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে ১০ টি ঘর। ইতিমধ্যে নব-নির্মিত ঘরগুলো হস্তান্তরও করা হয়েছে। গতকাল শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত ১০ টি ঘরের মধ্যে ১ টি সংখ্যালঘু ও বাকিগুলো অন্যান্যদের মাঝে বন্টন করা হয়েছে। কয়েকদিন পূর্বে ব্যাক্তিগত উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এ ছাড়া ১০ টি ঘরের আঙ্গিনা নীচু হওয়ায়, নিজ উদ্যোগে ২ ফুট উঁচু করে মাটি ভরাট করে ওই পরিবারের লোকজন।তবে, নব-নির্মিত ১০ টি ঘর স্হানীয় ভাবে ফ্লাড লেভেল থেকে নীচু ভূমিতে নির্মান করায়, বর্ষা মৌসুমে সহজেই পানি উঠার আশংখা করছে ভূক্তভোগীরা। এ ছাড়া নির্মাণকৃত ঘরে ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি বর্গা দেয়ার কথা থাকলেও এর থেকে কম দেয়া হয়েছে। নিম্নমানের ইট ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। তবে ঘর নির্মাণ সম্বলিত কোন সাইনবোর্ড টানানো হয়নি। উল্লেখ্য,দেশের বিপুলসংখ্যক ভূমিহীন-গৃহহীন মানুষকে নিজস্ব ঠিকানা অর্থাৎ জমির মালিকানাসহ সরকারি খরচে নির্মিত বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সামনে আরেকটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন, যা নজিরবিহীন। প্রতিটি বাড়িতে থাকবে দুটি বেড রুম, একটা টয়লেট ও একটা বারান্দা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’—এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে দেশেই নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ‘স্বপ্নের নীড়’।